আশুলিয়ায় একটি ভবনের স্টোর রুমে বিস্ফোরণে এক নারীসহ দুজন দগ্ধ

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , এপ্রিল ১৯, ২০২৪

আশুলিয়ার আমতলায় একটি ভবনের স্টোর রুমে বিস্ফোরণে এক নারীসহ দুজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন পাবনার রাজনারায়ণপুর গ্রামের মতিন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তিনি তামিম ইলেকট্রনিকসের ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং ওই বাড়ির ভাড়াটিয়া মাজেদা বেগম (৫৫)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার কুঁরগাও এলাকায় শামসুদ্দিনের মালিকানাধীন ৫ তলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে সাজেদার শরীরের ৮০ শতাংশ এবং সুমনের হাত, মুখমণ্ডল ও বুক দগ্ধ হয়েছে।

সুমনের ভাই সুজন শেখ জানান, আমতলায় একটি টিভি ফ্রিজের শোরুমে চাকরি করেন সুমন। ওই শোরুমের পাশে দোতলা ভবনের নিচতলায় একটি স্টোর রুম রয়েছে। বিকাল ৫টায় সুমন রুমটি খুলে ভেতরে ঢুকে বৈদ্যুতিক সুইচ দিতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন এক নারী। তিনিও এতে দগ্ধ হন।

Loading