সাভারে চাঁদাবাজির অভিযোগে হকার্সলীগ নেতা গ্রেফতার নিউজ৭১অনলাইন(ঢাকা) নিউজ৭১অনলাইন(ঢাকা) প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , মার্চ ১৩, ২০২২ সাভার বাজার বাসষ্ট্যান্ডের ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম সাভার বাসষ্ট্যান্ডের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে চাঁদাবাজির মামলায় দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, আসামি নজরুল ইসলাম চাঁদাবাজির মামলায় এখন কারাগারে রয়েছেন। এদিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা। শেয়ার ঢাকা বিষয়: