নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ , মার্চ ১০, ২০২২

সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের সুলতান নগর এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাছির (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন রুবেল ও রাহাত নামের আরও দুই জন। ঘটনাস্থলে মারা গেছে গাড়িতে থাকা একটি গরু। পুলিশ ও স্থানীয়রা বলছে গরু চুরি করে দ্রুত পালানোর সময় গাড়ির চাকা লিকেজ হয়ে এ দূর্ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে তিনটি গরু।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাছিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালি এলাকায় বলে জানা গেছে। আহতরা হচ্ছেন, বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল (২০) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২২)।

আহতরা ও পুলিশের দেওয়া তথ্যমতে, উপজেলার পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪ টি গরু চুরি করে চোরদল পিকআপ নিয়ে সোনাপুর-চেয়ারম্যানঘাট হয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের গাড়িটি সুলতান নগর এলাকায় পৌঁছালে গাড়ির একটি চাকা লিকেজ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে গাড়ি চাপায় নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়। আহতদের আটক করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ও আটককৃতরা আন্তঃজেলা গরু চোর দলের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হবে।

Loading