ভাসানচরে পৌঁছেছে আরও ২৯৮৪ রোহিঙ্গা

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , মার্চ ১১, ২০২২

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে পৌঁছলো আরও ২ হাজার ৯৮৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। এ নিয়ে ১২তম ধাপে মোট প্রায় ২৬ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নৌ-বাহিনীর ৭টি জাহাজ যোগে চট্টগ্রাম থেকে ভাসানচরে এসে পৌঁছায় তারা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন করে আরও ২৯৮৪ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।”

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ১২ দফায় প্রায় ২৬ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। এছাড়া ২০২০ সালের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

সরকারি তথ্যমতে, ভাসানচরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছ গ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

Loading