সেনবাগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২২

আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিবসের শুরুতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলমের পক্ষে আওয়ামীলীগ নেতা আলী আক্কাছ রতন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সেনবাগ পৌরসভা,সেনবাগ থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন সংগঠন।

এরপর সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদের পরিচালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)তাজমিন আলম তুলি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ওসি(তদন্ত) এমদাদুল হক,নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু,মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম, সহকারী এস শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আজগর,জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Loading