নোয়াখালীতে নোবিপ্রবির এক শিক্ষার্থী স্ট্রোক করে মৃত্যু

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২২

ইফতেখাইরুল আলম, নোয়াখালী নোবিপ্রবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলিফ আহমেদ(২৩)নামে এক ছাএ স্ট্রোক করে শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে তার নিজ ভাষায় মারা যায়। জানা গেছে,নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদের ছেলে মৃত আলিফ আহমেদ নোবিপ্রবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সে।ঐ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন,শুক্রবার রাত ১১টার দিকে বিভাগের একজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি আমাদের এক শিক্ষার্থী স্ট্রোক করে মারা গেছে। তারা বাসা নোয়াখালী পৌর এলাকাতে সে শান্ত স্বভাবের ছিল। কখনও রাগ করতে দেখিনি তাকে। সবার কাছে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় করছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,নোবিপ্রবির একজন শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিক মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি রইল সমবেদনা। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আলিফকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনা দায়ক ও তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন বলে তিনি মন্তব্য করেন।

Loading