বিপদ সংকেত – এস এম শফিকের কবিতা

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ , জানুয়ারি ১৯, ২০২২

কেঁদোনা বাঙ্গালী হরায়ে অধিকার,

আবারো আসিবে শান্তির অবতার ।

সহসা শুনিবে কাহারো হুংকার,

গগন পবন ভুবন কাঁপিয়া –

কহিতেছে হুসিয়ার

স্বার্থ অর্থ ক্ষমতার লোভী বেকান্ডার,

হুসিয়ার !

আমি সেই একাত্বরের বীর,

অগ্রে ছিলাম আমি উর্ধ্বে ছিল শির

খন্ডিত শত সহস্র শির

করেছিলাম পশ্চিমা পাকিস্তানির !

এ সময়ে ডাকাতি দেখিয়া

উঠিয়াছি কবর ছেদিয়া

ধ্বংশ করিতে তোদের ধরিয়া

কঠিন হস্তে হাতিয়ার-

অবলা ধর্ষনকারী হুসিয়ার !

আমি তীব্র নরকের দাবানল

রক্ষে নেই তোদের আর,

পুরিয়া করিব ছাই তোদের

করিবো নিঃশেষ নিরাকার !

আমি বঙ্গ বন্ধুর মাসুম তনয়,

শেখ রাসেলের সেই কালো রাত্রির ভয় !

আমি হয়েছি পাষাণ হয়েছি নির্দয়,

সেজেছি প্রলয় সেই আর্তনাদ শুনে !

আমি জেগেছি বাংলার সেই সব অনাচার

জালিমী অত্যাচার বর্বর ব্যবিচার রোধে আর

বেড়ে উঠা হানাদার বধে আর

সেই সব হত্যার প্রতিশোধ নেবার পণে !

খুনের বদলে খুন করার

নেশায় রক্ত আমার

করে টগবগ করে তুলপার,

মাসুম শিশুর ঘাতকেরার

শীরচ্ছেদ করতে এবার

চিত্ত বিবেকের ঐক্য অঙ্গীকার

করে আমি হয়েছি মহাসীমার;

কোন মায়া নেই আর

সংবিধানে আমার

শুধুই বদলার ধারা আছে,

ধারা নেই কোন ক্ষমার

বাতাসে ভাসা চিত্কার

শুনে শুনে কলিজার

রক্ত পোড়ে হয়েছি অঙ্গার

হয়েছি বিবিষিকা আমি

সকল বিবিষিকার –

শেখ রাসেলের খুনীরা সব হুসিয়ার ।

আমি শেখ মুজিবের কন্ঠ ধ্বনি

আমি ৭ঐ মার্চের জ্বালাময়ী ভাষণ,

আমি জাতির পিতার সংগ্রামের বাণী

আমি ভেংগে দেই শোষকের শাষণ-

কেঁড়ে নেই আসন

স্বার্থ লোভী স্বৈরশাষকের ;

আমি কাজী নজরুলের কাঙ্খিত বীর

আমি ডরিনা বাঁধা বিঘ্ন বিন্ধ্যাচল কৃষ্ণ তিমির

আমি মুক্তির নেশায় ক্ষিপ্ত বীর

আমি অশান্ত অস্তির

রণে হইনা ক্ষান্ত নত ধীর

আমি নির্ভিক মহাবীর

উর্ধ্বে মম শির,

লাথি মেরে চৌচির করি অঙ্গন

নর পিশাসের !

আমিই নজরুলের বিদ্রোহী কবিতা,

আমার আছে খোদার আসন চেদিবার ক্ষমতা

আমি দুরন্ত আমি দুর্বার –

উচু তলার জন দরদী নামে ছদ্ধবেশী

হুসিয়ার ।

আমি শরৎচন্দ্রের পথের দাবী

আমি সেই সব্যচাসী ডাক্তার

আমি অপূর্ব আমিই সেই কৃষ্ণআয়ার

আমি ঘুরে-বেড়াই দুর্গম গিরি

দুস্তর মরু কান্তার

যেথায় যাবে আমাকেই পাবে

যমদূত‌ রূপে দেখিবে বারবার ।

আমি চে গুয়েভার

আমি লড়ে যাই লাগাতার

চুড়ান্ত বিজয়ের নিশান উড়াবার

আগে নেই শক্তি আমাকে থামাবার

অধর্মের ধর্মান্ধ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ

হুঁশিয়ার ।

সংক্ষিপ্ত

Loading