মাঠ চুষে বেড়াচ্ছেন

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ব্যনারে-৩,স্বতন্ত্র প্রার্থী-৪ জন প্রতিদ্বন্দ্বী

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ , জানুয়ারি ৯, ২০২২

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

আগামী ১৬ ই জানুয়ারি ২০২২ ইং আসছে নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী।সরকার দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে-৯ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছে মহিলা ১৪ জন,পরুষ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছে প্রায় ৬৩ জন।নোয়াখালী জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্র মতে জানা গেছে, আগামী ১৬ ই জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রায় ২০৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ৭৫,৭২৬ জন,এর পুরুষ ৩৭,৪০১ জন,মহিলা ৩৮,৩২৫ জন।আওয়ামিলীগের দলীয় ব্যানারে(নৌকা)মার্কার প্রতীক নিয়ে মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান সোয়েল,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী(মোবাইলফোন)এর প্রতীক নিয়ে লুৎফুল হায়দার লেলিন,জাতীয় পাটির দলীয় ব্যানারে(লাঙ্গল)মার্কার প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মোঃ সামছুল ইসলাম মজনু,বাংলাদেশ ইসলামি আন্দোলন এর দলীয় ব্যনারে (হাতপাখার)প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মোঃশহীদ ইসলাম,অপরদিকে বিএনপির(কম্পিউটার)এর প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃসহিদুল ইসলাম কিরন,(নারিকেল গাছ)প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু নাছের,(জগ)মার্কার প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃআনোয়ার হোসেন সহ মোট ৭ জন নোয়াখালী পৌরসভা মেয়র প্রার্থী হয়ে পৌরসভা ৯ টি ওয়ার্ডে মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে প্রচার প্রচানায় বিভিন্ন ভাবে মাঠ কাপিয়ে নিজেকে ভোটারদের কাছে ব্যস্ত রেখেছেন।অপরদিকে নোয়াখালী পৌর নির্বাচনে অংশ গ্রহন করার ফলে জেলা বিএনপির পদ থেকে আবু নাছের ও সহিদুল ইসলাম কিরনকে বহিষ্কার করা হয়েছে।

Loading