স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ , নভেম্বর ২৬, ২০২১

যুগ বীর
সামছুদ্দোহা ফরিদ
আমি করিব মর্ত ভেদ,
উত্তোলিব সাগর মন্থনে,
উর্ধ্ব গতিতে সীমাহীন মহাশূন্যে,
হননে হননে অসম করিব চুরমার।
বিদীর্ণ করিব অসাধুর অসৎ ক্ষমতার বান,
উলট পালট নিয়ম কে আনিব নিয়মের অধীনে,
সাধুর ভাষায় তখন গাহিবে সবাই গান।
জবাবের অধীনে সমাহিত হবে জড়াজীর্ণ সব জড়তা,
পাখির কাকলিতে ভোরের ফুটবে ফুল,
দুলবে শ্যামল ছায়ার শোভা,
বাংলার মানুষের হাসি মিশবে প্রকৃতির স্তরে স্তরে,
মায়া জড়ানো কায়া।
সকল মলিনতা হবে দূর
অনৈক্য ভেদে ঐক্যের হবে মেলা,
কোথায় আছ আলাদিন?
জ্বালাও তোমার প্রদীপ!
সত্যের আলোতে ভীড়বে আজ
নব যৌবনের খেলার আবীর
যুগ বীরের ছক্কা হবে
কেবল গণতন্তের নীড়।

Loading