ভোলার দৌলতখানে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , নভেম্বর ২৬, ২০২১

ভোলার দৌলতখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

নিহত টিটু সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। সেখানে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট গ্রুপ ও ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নান্নু ডাক্তারের সমর্থক যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এবিষয়ে ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনাস্থলে সন্ত্রাসীদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত থাকার কথা জানান। হামলায় নিহতের পরিবারের পক্ষ হতে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

Loading