সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে প্রার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ , নভেম্বর ২২, ২০২১

মোঃ আমির হোসেন (লিটন), সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধকল্পে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ছাতারপাইয়া আই কে দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম,পিপিএম,পুলিশ সুপার নোয়াখালী, দীপক জ্বতি খিশা, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, অফিসার ইনচার্জ(ওসি) সেনবাগ থানা, ইমদাদ হোসেন,ওসি তদন্ত সেনবাগ থানা, ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীগন ও সর্বস্তরের জনগন। পুলিশ সুপার তার বক্তবে বলেন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভোটার ছাড়া আর কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেনা।কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Loading