নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অষ্টম ও নবম শ্রেণির দুই-শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , নভেম্বর ১৪, ২০২১

ইফতেখাইরুল আলম, নোয়াখালী

ঢাকা থেকে লক্ষিপুরে নানা বাড়ি আসার পথে কাভারভ্যন ট্রাকের চাপায় ঘটনা স্থলে দুই বোনের মৃত্যু হয়।এ ঘটনাটি ঘটেছে লক্ষিপুর রামগঞ্জ সড়কের পালের হাট নামক স্থানে।১৩ই নভেম্বর শনিবার সকালে আপন মামাতো ও ফুফাতো দুইবোন সানজিদা (১৫) ও ফাহমিদা (১৬)। একজনের দাদার বাড়ির আর অন্যজনের নানার বাড়িতে ফেরার ইচ্ছায় ঢাকা থেকে লক্ষ্মীপুরে আসলে ঘটনা স্থলে দুই বোনের মৃত্যু হয়। পারিবারিক ভাবে জানা গেছে,নিহত সানজিদা রায়পুর উপজেলার পর্ব ক্যরোয়া গ্রামের আমিন উদ্দিন মুন্সি বাড়ীর আরিফুর রহমানের মেয়ে।সে লক্ষিপুর বালিকা বিদ্যা নিকেতন এর ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল এবং একেই এলাকার কাজী বাড়ির মোঃআলমগীর হোসেন এর মেয়ে ফাহমিদা ঢাকা সেগুনবাগিচায় বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।তার বাবা সেখানে ব্যবসা করা সুবাদে তারা ঢাকাতে থাকে।সানজিদা ও ফাহমিদা তারা আপন মামাতো ও ফুফাতো বোন হয়।নিহত সানজিদার চাচা মোঃ শরীফুল ইসলাম ও ফাহমিদার বাবা আলমগীর হোসেন জানান,কয়েক দিন আগে সানজিদার পিতা-মাতা সহ ঢাকায় ফুফাতো বোন ফাহমিদাদের বাসায় বেড়াতে যায়।১২ই নভেম্বর শুক্রবার রাতে তারা বাসে করে রওনা দেন।পরে ফাহমিদার বাবা মা তাদের গ্রামের বাড়িতে নেমে যান।কিন্তুু ফাহমিদা পরের দিন সানজিদাকে নিয়ে নানার বাড়িতে ফিরবেন বলে বায়না ধরে মামার লক্ষিপুরে ভাড়া বাসায় চলে যায়।পরের দিন শনিবার সকালে বাড়ি ফিরতে গেলে পথি মধ্যে কাভারভ্যান ট্রাক চাপায় এই আকাঙ্খিত সড়ক দুর্ঘটনায়টি ঘটে ঘটনা স্থলে দুইজনের মৃত্যু হয়।লক্ষিপুর থানা পুলিশ ভ্যন চালক কে আটক করেছে। শনিবার দুপুরে ঐ বাড়িতে কোমলমতি এই দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে নির্বাক পুরো পরিবার। নিস্তব্দতা বিরাজ করছে পুরোটা গ্রামে জুড়ে শোকের ছায়া নেমে আসে।পরে বিকেলে জানাজা শেষে রায়পুরের পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুন্সী বাড়িতে পারিবারিক কবরস্থানে দুই বোনকে পাশাপাশি দাফন করা হয়েছে।

Loading