খাগড়াছড়ি জেলার রামগড়ে পুলিশিং ডে পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ , অক্টোবর ৩০, ২০২১

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১।
দিবসটি পালনে শনিবার (৩০শে অক্টোবর) সকাল এগারোটায় রামগড় থানার হল রুমে থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন রামগড় সার্কেলএর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী।এসআই সালাহ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী,সদস্য মোঃশাহআলম, ১ নং রামগড় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী প্রমূখ।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর।রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব কর,সেকেন্ড অফিসার এসআই মুজিবুর রহমান,সংবাদকর্মী,উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading