নেত্রকোণায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , অক্টোবর ৩০, ২০২১

নেত্রকোণায় কমিউনিটিং পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) নানা আয়োজন নেত্রকোণায় এ দিনটি পালন করা হয়। সকাল ১১ টায় শহরের পৌরসভার সামনে র‌্যালী ও করোনা  ভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে নেত্রকোণা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু,  এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,  জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন, অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ  খন্দকার শাকের আহমেদ প্রমুখ।

সভায় কমিউনিটি পুলিশের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। ত্রিদীপ কুমার বীর’কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)  ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পক্ষ থেকে  সন্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

 

 

 

Loading