পালানোর সময় দালালসহ ৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , অক্টোবর ১৪, ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে দালালের মাধ্যমে কুতুপালং যওয়ার সময় দুই নারীসহ ৩ রোহিঙ্গা এবং ওই দালালকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভাসানচর পার্শ্ববর্তী জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আশ্রয়ণের ৭৫নং ক্লাস্টারের আবু সিদ্দিক (১৯), রেহানা বেগম (১৯) ও আয়েশা খাতুন (৫৫)। আটককৃত দালাল ৮নং ক্লাস্টারের মোঃ রফিক (২৭)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, দালালের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৭৫নং ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানকালে দুপুরে ভাসানচরের ৭৫নং ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ ৩ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড ও এপিবিএন সিভিল দল।

আটককৃত দালাল ও রোহিঙ্গাদের সিআইসি (ভাসানচরের প্রশাসনিক প্রধান) অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Loading