শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নেত্রকোণায় ব্যাটারি চালিত অটো ও মিশুক মালিক চালক সমবায় সমিতির বিশেষ কর্মসূচি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , অক্টোবর ১২, ২০২১

শামীম তালুকদার
নেত্রকোণায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে
ব্যাটারি চালিত অটো ও মিশুক মালিক চালক সমবায় সমিতির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ৩টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া ব্রীজ প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা ট্রাফিক ইনস্পেকটর মোহাম্মদ সালাহ উদ্দিন কাজল, ব্যাটারি চালিত অটো ও মিশুক মালিক চালক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আহমেদ খান, সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক শফিকুল আলম খান ও উপদেষ্টা চন্দন তালুকদারসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

এসময় সুষ্ঠু ভাবে সকলের অংশ গ্রহণে পূজা উদযাপনের লক্ষ্যে এই সমিতির পক্ষ থেকে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের ক্যাপ পড়িয়ে দেন টি আই ওয়ান সালাহ উদ্দিন কাজলসহ অন্যান্যরা।

ব্যাটারি চালিত অটো ও মিশুক মালিক চালক সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান বলেন, নির্ভিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে আমরা বিকাল চারটার পর থেকে শহরে অটো ও মিশুক প্রবেশ করতে দিবোনা, শহরের প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য একদল স্বেচ্ছাসেবক নিযুক্ত করেছি তারা পুলিশকে সহযোগিতা করবে।

উল্লেখ যে, সমিতিটি প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্যদের বিভিন্ন অসুস্থতা ও দুর্ঘটনায় আহতদের বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করে আসছে। বনুয়াপাড়ার ড্রাইভার মাসুদুর রহমান, রাজুর বাজারের লিটন ও কুড়পাড়ের রতন ভুঁয়াকে এ সহায়তা দিয়েছে সমিতি।

Loading