কবিতা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ , অক্টোবর ১২, ২০২১

কবিতা তুবা —
কবি ফাহিম আলম
চাচ্চু আমার চাচ্চু ওগো
এদিক ফিরে চাও

ছোট্ট মেয়ে তুবা আমি
বলছি কোথায় যাও

হাসপাতলে আছি শুয়ে
রোগ হয়েছে তাই

চাচ্চু আমি ডাকছি তোমায়
বাড়ি ফিরতে চাই

কত শিশু হাসে খেলে
আমার কপাল নাই

হাসপাতালের ওই আইসিওতে
আমি একা দিন কাটাই

আমি হলাম ছোট্ট শিশু
করার কিছু নাই

তাইতো চাচ্চু তোমাদের কাছে
দোয়ার আর্তনাদ জানাই

দোয়া করো আমি যেন
ভালো হয়ে যাই

হাসি-কান্নার এই দুনিয়ায়
আমি বাঁচতে চাই

Loading