অসহ্য দিন-মো. আলী আশরাফ মোল্লা

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ , আগস্ট ২৫, ২০২১

অসহ্য দিন, স্নায়ু দুরত্ব,মনে ভীষণ ব্যথা
ঘুরে ফিরি নিত্য দিন যারা করে আমার শত্রুতা
যাচ্ছে না খুব ভালো দিন কাটছে নির্ঘুম রাত
তিমিরাচ্ছন্নদের সঙ্গেই করছি দিনরাত বাস।

প্রতিবাদী, অবাধ্যতা বহু অভিযোগ আমার ঘাড়ে
অন্যায্যতা আর অসংলগ্নতার প্রতিরোধের ঢেউ তুলে
যেখানেই দেখেছি আচমকা সুশ্রীর ভগ্ন অপূর্ণতা
সেখানেই বীজ বপন করেছি সুশীল প্রবৃত্তি তা।

সামর্থ্য ছিলো যতটুকু প্রয়োগ হয়নি ততটুকু
বাসনা ছিলো মনোরম পরিবেশ তৈরি করবো
দীপ্তিমান আকাঙ্ক্ষার কোন ঘাটতিও ছিলো না
ছিলো না শুধু তোমাকে পূজা করার কোন অভিপ্রায়!

পূজনীয় যে বিশাল গুন বর্তমান গুনে ধরা সমাজে
তা জানা সত্ত্বেও মানার কোন সাধ নেই মনে
যতই আসুক ঝড় ঝুঁকি আসন্ন বিপদ সংকুল
সততা আর নিষ্ঠার সাথেই করবো তা প্রতিরোধ।

ঐক্যের মাঝে ভালোবাসার শান্তিতে বাস করে যে
তাদের মাঝে অপকৃষ্টের ছেদন করে অদক্ষ সে
কারো রোষানলে পড়ে কেউবা সুখের নীড় হারায়
কেউবা অশোভন হর্ষের মাধ্যমে যবনিকা টানে।

Loading