” পদ্মবিল”-সেলিনা সাথী

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২১
পদ্ম বিলের মুক্ত হওয়া
ছুয়ে গেল প্রাণে,
মনটা আমার ভরে গেল
পদ্ম ফুলের ঘ্রাণে।
পদ্ম বিলের পদ্মপাতায়
টলটলে জল,
পদ্ম ফুলের পাপড়ির
নিচে সুস্বাদু ফল।
পদ্মবিল দেখতে মানুষ
আসছে দলে দল,
আঁকা বাঁকা মেঠো পথ
বাঁশের ঝারের তল।
ছোট বড় নৌকা আছে
ঘুরিযে দেখায় বিল,
নৌকার দোলায় পদ্ম গুলো
করছে ঝিলিমিল।
আকাশ যেন বিলের জলে
মিশে একাকার,
অপরূপ এই পদ্ম গুলি
করছে চুরি হ্যাকার।
মন খারাপের কষ্ট গুলো
ভাসিয়ে দিলাম বিলে
সঙ্গে ছিল মুক্ত আকাশ
তোমায় আমায় মিলে।
ঠোঁটের কোণে এনে দিল
হাসির ঝর্ণাধারা,
এক নিমিষেই হয়ে গেলাম
যেন দিশেহারা।
নিলফামারীর সিংদইয়ে
পদ্মবিলের মেলা,
বিল জুড়ে পদ্ম গুলো
করছে শুধু খেলা।
দেখতে চাইলে চলে আসুন
হামার নীলফামারী
আকাঁবাকা মেঠো পথে
গাছ সারি সারি।।

Loading