ভালোবাসার সময় কই – মো. আলী আশরাফ মোল্লা

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২১

ভালোবাসার সময় কই
অতি ব্যস্ত ভীষণ কাজে
আমার সময় হলে প্রিয়জন থাকে বহু দূরে
প্রিয়জন কাছে এলে পরে
সময় যেন দুবোর্ধ্য নিষ্ঠুর হয়ে ওঠে।

সময়ই সবচেয়ে বড় অসময়
যখন যা প্রয়োজন মিলে না তা
সুন্দর সময়ের অপেক্ষায় থেকে থেকে
জীবনের মধুমাখা স্বাচ্ছন্দ্যময় সময় যাচ্ছে বয়ে ।

সময় খুবই প্রখর কঠিন
সে তো একবার চলে গেলে
আর আসবে না সে কখনোই
ঠিক ঐ সময়টা ফিরে।

সবসময়ই যদি মধুকরের অনুভবের হতো
তাহলে দূঃখটাকে পাঠাতাম অনেক
দূরে নির্বাসনে
তুমি আর আমি মধুরত থাকতাম বসে
মৃদু শান্ত মুখোমুখি অনন্তকাল ধরে।

অভিরাম সুসময়ে বন্ধু অনেকেই হয়
অতিশয় দুঃসময়ে কেউ কারো নয়
মানুষকে চিনতে হবে এবং জানতে হবে
অবনত দুঃসহ দুঃসময় আসার পূর্বে।

ভালোবাসাও মাঝে মধ্যে হয় চরম স্বার্থপর
বুঝতে চায় না কোন সময় আর অসময়
ভালোলাগার অভিপ্রায়ে দাহ হতে হয় নিজেকে
নিজেও দাহ হতে হয় অন্যকেও জ্বলতে হয়
সময়ান্তরে নিজেরই অজান্তে।

Loading