মানচিত্রের কান্না – বিভা ইন্দু

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ , আগস্ট ২, ২০২১
মানচিত্র!
ওটা আর সবুজ নেই
লালবৃত্তটাও গুমরে কাঁদে
ভূমিদস্যুর আগ্রাসী লোলুপতার ফাঁদে।
ফরমালিন কার্বাইডের বিষাক্ত অত্যাচারে —
মুখ থুবড়ানো মূল্যোবোধের অভিধান
মরণোন্মুখ নাগরিক ক্ষুধা!
ব্যাংক লুটেরার নখড়ে রক্তাক্ত ক্লোরোফিল
শেয়ার কেলেঙ্কারির নিরাপদ স্বর্গ —-
বাগ্মী কপটের ঔদ্ধত্যবিলাস
টক” শো” জুড়ে নির্লজ্জ কলংকিত আশ্বাস
রোহিঙ্গা প্রজননে উদ্বাস্তু সন্ত্রাস
ইয়াবা সেবকের কামদণ্ডের আয়াস।
নির্লিপ্ত হরতন রুইতন ইস্কাপনের হারামী আরাম!
নিষ্কর্মা চুশীলের বিবেক পঁচা দুর্গন্ধে
গা ঘিন ঘিন নগর জনপদ!
কতো পিতা এলো গেলো,
উপাধী সনদে আসন ভাসালো
রক্তভোজ,ডেংগু,করোনা।
ভাগাড় খুঁজছো!
মানচিত্রের খাঁজে লুকানো
ধর্ষিতার লাজ,
কাফনে লুকানো আত্মহত্যার শব —
কতোশতো সাহেদ, সাবরিনা,
ধর্মসেবক, হসপিটালিটি, উফ্! লকলকে জিহ্বার
উন্মত্ত উল্লাস
অগুণতি পোশাকি ধড়িবাজ—
এরপরও নাকি,
পদক আসে উন্নয়নকে ঘিরে
অসচেতন নগর সমাজ,তাই তো
অযথাই ওরা মরে!
বন্যার ঢলে পতিত জীবন,
হুঁশের কালাপানি।
সহস্র কীর্তির সংবর্ধনাতে শুনি
পদকের জয়ধ্বনি!
০২/০৮/২০২১

Loading