রামগড়ে চা শ্রমিকদের করোনা প্রতিরোধে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অনুকরণীয়

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২১

রামগড় চা বাগানে করোনা প্রতিরোধে গৃহীত সচেতনামূলক প্রয়োজনীয় ব্যবস্থা হতে পারে অন্যান্য চা বাগানের জন্য অনুকরণীয়।বাগান ঘুরে দেখা যায়, বাগানের দুইটি গেইটে প্রবেশ পথে ঝুলানো রয়েছে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কয়েকটি বাণী ঝুলছে।বহিরাগতদের প্রবেশ রোধে নিয়োজিত রয়েছে গার্ড।কর্মকর্তা ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে বাগানের ভিতরে হাত ধোয়ানোর জন্য পুরো চা বাগান জুড়ে কয়েক ফুট দূরত্বে পর পর স্থাপন করা হয়েছে পানির ড্রাম ও সাবান।শ্রমিকদের দেওয়া হয়েছে মাস্ক। রয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবস্থাও।করোনার বিস্তার ঠেকাতে বাগানের ব্যাবস্থাপকের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিকদের করোনা থেকে সুরক্ষা রাখতে পঞ্চায়েতের সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।তারা শ্রমিকদের মাঝে সচেতনতা তৈরি করতে করোনার লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে ধারণা সকলকে দেন। চা বাগানে বসবাসরত শ্রমিকদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচাতে পঞ্চায়েতের সাথে আলোচনা করে বাগানে পণ্য কেনা বেচা করতে বাজার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থাপিত বাজার থেকে প্রতি বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারে।রামগড় বাগানের সিনিয়র ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন বলেন,তিন হাজার শ্রমিকসহ বাগানের লোকসংখ্যা প্রায় পাঁচ হাজার। কোভিড ১৯ পরিস্থিতিতে এদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।গতবছর দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বাগানের ভিতর বহিরাগতের প্রবেশ ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।কারখানার প্রবেশের পথে ওয়ার্কারদের জন্য অত্যাধুনিক স্প্রে মেশিন স্থাপন ও হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করা হয়েছে। চা বোর্ডের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালন করা হচ্ছে বলে জানান সিনিয়র ব্যবস্থাপক।বিধি নিষেধের ব্যাপারে চা শ্রমিক ও শ্রমিক নেতাও ইতিবাচক ভুমিকা পালন করছেন

Loading