করোনায় কর্মহীন  দুঃস্হদের খাদ্যসামগ্রী বিতরণ করছে  ময়মনসিংহ  জেলা পুলিশ

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ , জুলাই ৮, ২০২১

করোনা কালীন কর্মহীন  দুঃস্হ দেড়শত মানুষের  মাঝে ১০ টাকার খাদ্য সামগ্রী  বিতরণ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। বুধবার  (৭জুলাই)সকালে  জেলা পুলিশ  ক্লাবে দুঃস্হদের মাঝে দুইদিনের  খাদ্যপণ্য তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ  আহমারউজ্জামান।

উল্লেখ্য  যে,জেলা পুলিশ  সদস্যদের বেতনের  টাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০ টাকা জমা দিয়ে ৫ কেজি চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী পাচ্ছেন দুস্থরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, মোঃ হাফিজ  কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ্ কামাল আকন্দ  উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, পুলিশের বেতনের টাকায় এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিনামূল্যে খাদ্য পণ্য নিতে এসে অনেকেই ইতস্ততবোধ করতে পারেন। তাই প্রতীকি মূল্য হিসেবে ১০ টাকা নেয়া হয়েছে। যতদিন লকডাউন থাকবে ততদিন এই আয়োজন চলবে বলে জানান ওসি।

Loading