সবার স্বার্থ বিবেচনায় বাজেট ঘোষণা করা হবে

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , মে ২৭, ২০২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যবসায়ীসহ সবার স্বার্থ বিবেচনায় নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।

ভ্যাকসিনের বিষয়ে মুস্তফা কামাল বলেন, করোনা বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেসব তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। অর্থনৈতিক সংক্রান্ত কমিটি সেটি অনুমোদন দিয়েছি আমরা। তারা নিজেরাই এগুলো করতে পারে।

Loading