দ্বিচারিতা

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ , এপ্রিল ২৪, ২০২১

মো. আলী আশরাফ মোল্লা

এখন মানুষ দ্বিচারিতায় ভরপুর।
মুখে বলে এক বাস্তবে আরেক
ফেসবুকে, টুইটারে, মেসেঞ্জারে
নীতি কথার অনেক খেলা চলে
চুপিসারে তারাই সুযোগ খুজেঁ।

সুযোগ বুঝেই কোপ মারে
অন্যের স্ত্রী কে নিজের মনে করে
অন্যের সম্পত্তিতে ভাগ বসায় জোর করে
পুলিশকে কারণে অকারণে খারাপ বলে
পুলিশের চাকরির জন্যই দিগ্বিদিক ছুটে।

রাস্তায় এক্সিডেন্ট করা ব্যক্তিকে উদ্ধার না করে
ফেসবুকের লাইভে এসে আহাজারি করে
এদিকে আহত ব্যক্তি বাচার আকুতি জানায় তাকে
সে তখন ব্যস্ত থাকে তার ভিউয়ার বাড়ানো নিয়ে।

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নীতি কথার খই ফুটে
কোথাও কোন সুযোগ না পেয়ে অতীব সাধু সাজে
গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব পেলে তারাই আদা জল খেয়ে
লেগে পরে অল্প কদিনেই বড় লোক হতে হবে তাকে!

সুযোগ পেলে শত অন্যায় কে জায়েজ মনে করে
না পেলে কোরান হাদিস থেকে ফতোয়া দেবে
ধর্মকে ব্যবহারে করে আমজনতা কে বোকা বানিয়ে
নিজেদের খায়েস মিটায় প্রাডো মার্সিডিজ গাড়ী করে।

টিভি টকশো তে যারা ধার্মিক সেজে,বুদ্ধিবৃত্তিক
কথা বলে, নীতি বাক্য শোনায় জনসাধারনকে
আইনের কথা বলে, সুশাসনের,ধর্মের কথা বলে
উল্টো তারাই বুড়ো আঙ্গুল প্রর্দশন করে অবলীলায় আইনকে অসম্মান আর অশ্রদ্ধা করে বীরদর্পে ।

Loading