“ভাল মানুষ”

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , জুন ১১, ২০২০

সেলিনা সাথী

বাস্তবতা এত কঠিন,
নির্দয় কেন হয়,??
যে শর্ষে ভুত তাড়াবে
সেটাই আসল ভয়।

নিয়ম বলো নীতি বল
শিখবো কার কাছে,
সার্থ টাকে সিদ্ধি করে
আঘাত করে পাছে।

দেখতে বড় ইচ্ছে হয়
সততা আছে কই??
গাছে তুমি যেই চড়েছো
টেনে নেয় মই।

চাষ করেছো, বীজ বুনেছো
ফসল ফলবে যেই,
সেই ফসলের মালিক হবে
ঊপরে আছে সেই।

খাটবে তুমি, পুড়বে তুমি
হোঁচোট খাবে যতো,
পীরজাদা সুবিধাবাদী
সুযোগ নেবে ততো।

ভাল থাকবে ততোক্ষন
কাজ করবে যতো,
ঝিমিয়ে গেলে একটু খানি
এবার তুমি গত।

সঠিক শিক্ষা কেথায় পাবো
কার কাছে গেলে,
ধন্য হতাম, পুর্ণ হতাম
সন্ধান তাঁর পেলে।

জানিনা কখন,কোথায় কিভাবে
পৃথিবী ছেড়ে যাই,
বিধাতার কাছে আকুল আবেদন
একটি, ভাল মানুষ যেন পাই!!!
তাং ১১/০৬/২০২০

Loading