নাঈমুল রাজ্জাক এর কবিতা ”সমীকরণ”

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ , জুন ১১, ২০২০
সেদিন রঙিন শাড়ির মৌন শোভাযাত্রায়
হেসেছিলে তুমি,
হেসেছিলো যুগান্তরের সুর।
প্রকৃতির বুকে,
শুভ্রতার উৎকৃষ্ট নিঃশ্বাসেও
জেগেছিলো প্রণয়ের দ্রাঘিমারেখা,
বেজেছিলো হৃদয়ের সুর।
অদ্ভুত এক বিস্ময়!
পুষ্পিত সৌরভের
নীলিমার তরে আকাশের পানে,
দুরন্ত সৈকতের আনন্দের কোলাহলেও,
ডানা মেলেছিলো রঙিন প্রজাপতি-
নির্জনতার শেষে।
নাঈমুল রাজ্জাক, লেখক ও নির্মাতা

Loading