আগন্তুক হয়েছিলাম অযাচিত প্রেমে

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , জুন ৫, ২০২০

— অনিন্দ্য টিটো
বলতে এসেছিলাম
এক ঘূণপোকার নিঃসঙ্গতার কথা;
ফিরে গেলো কথারা, দেবদারু রাতে
পেয়ে অবহেলার বিষাদ-নিরবতা।

দুঃখগুলোর স্বপ্ন ছিল সুখি হবার—
বোঝেনি তারা, তোমার নদীতে
হয় না স্বপ্নের খেয়া পারাপার!

বহুপথ হেঁটে
আমার দু’হাত, ফিরল খালি হাতে;
পড়ল ধরা অদ্ভূত মরিচিকার ফাঁদে
মিথ্যে মিথ্যে শুধু মিথ্যে অপেক্ষাতে।

উড়ে যাই এবার মৃত্যু-ঘুড়ি হয়ে
অসমাপ্ত কবিতার অচেনা শহরে
বেহিসেবী প্রেমিক আমি, বিরহে ক্ষয়ে।

হিসেবের খাতায়
কষো তুমি হিসেব নিরবে নিরালায়;
ভেসে যাই আমি ভ্যাপসা রাতে
উদাসীন বেনোজলে মহাকাশ’ তারায়।

যদি পারো, দিও ক্ষমা করে—
আগন্তুক হয়েছিলাম ক’টা দিন
অযাচিত প্রেমে তোমার জলসাঘরে!
• মে ২৯, ২০২০।

Loading