ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার প্রতিবাদে সভা

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১২, ২০২০

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ গণমিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলার  সকল সরকারি কর্মকর্তা -কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসান।  সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেবের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার,  ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল করিম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রকৌশলী আরিফউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ঈসা খান, ইউআরসি ইনস্ট্রাকটার চন্দন বনিক, স্বাস্থ্য সহকারী ইনসান মিয়া প্রমুখ।

 

Loading