আজ বরেণ্য সংগীতশিল্পী আবুল বাসার তালুকদার এর জন্মদিন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ডিসেম্বর ১১, ২০২০

আজ বরেণ্য সংগীতশিল্পী আবুল বাসার তালুকদার এর ৪৮ তম জন্মদিন । আবুল বাসার তালুকদার ১৯৭২ সালের এদিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি বিংশ শতাব্দীর লোকজ ঐতিহ্যের পথপ্রদর্শক, লোকায়ত নেত্রকোনার সমাজ সংস্কৃতির অবিস্মরনীয় ধ্রুপদী ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি, অল ইন্ডিয়া রেডিও, পাকিস্তান বেতার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী, প্রয়াত মরমী কবি আব্দুল মজিদ তালুকদার এর পুত্র ।

কালের নিবেদিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল বাসার তালুকদার দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলায় নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশন করে আসছেন । তিনি ছোটবেলাই এলাকায় শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন । বর্তমান সময়ে তিনি তার বাবার লেখা ও তথ্য সংগ্রহ করার  পাশাপাশি হারানো দিনের বাউল গান, ঘাটু গান, পালা গান, জারি গান সহ নেত্রকোনার লোকজ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী নামক সংগঠনের মাধ্যমে তা নতুন প্রজন্মের মাঝে বিকাশ ঘটানোর জন্য নানাবিধ কার্যক্রম চালিয়ে আসছেন ।

জন্মদিনে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

Loading