আশ্রয় দিও আরশের ছায়াতলে

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ , নভেম্বর ২০, ২০২০

মো. আলী আশরাফ মোল্লা

তোমার আমার মৃত্যু হবে কখন জানে না তো কেউ
পরপারে কী জবাব দেবো ভেবে হই আমি আকুল
তোমার আদেশ মানিনি, নিষেধ শুনিনি আমি বড়ই অপরাধী
হাজারো পাপে তাপে জর্জরিত আমি তবুও কখনো বন্ধ করোনি অন্ন।

একদিন তোমারি আমারি নাম নিয়ে হবে মসজিদে এল্যার্ম
আহবান করবে সবাইকে শরীক হওয়ার নামাজে জানাযার
জানিয়ে দিবে সবাইকে নেই আর আমি এই পৃথিবীর বুকে
সবাই আসবে দলে দলে শেষ বারের মতো আমায় দেখবে বলে।

জানি, একদিন সবাইকেই যেতে হবে তোমার কাছে
ফকির রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার কেউ থাকবে না এ পারে
আমি সদা সর্বদাই খুবই ভীত সন্ত্রস্থ এই ভেবে যে
পুন্যের চেয়ে পাপের পাল্লায় আমার ভারী হবে যে!

আমি পাপ পুন্যের কোন মাপ বুঝি না
শুধু জানি তুমি দয়াময় মেহেরবান প্রভু
পাপ পুন্যের হিসেব না কষে রাহমানুর রাহীম নামে
আমায় আশ্রয় দিও তোমার আরশের ছায়াতলে।

Loading