ফরিদপুরে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২০

টিটুল মোল্লা:
ফরিদপুরে পদ্মা নদীসহ মধুমতি, আড়িয়ালখা, কুমারের পানি গেল কয়েক দিনে কিছুটা কমতে শুরু করছে। গেল ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁচ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।জেলার সাতটি উপজেলার সাড়ে পাঁচশ গ্রামে প্রায় দুই লাখ মানুষ এখনও পানিবন্দি হয়ে রয়েছে। জেলার ধান-পাট-সবজিসহ বিভিন্ন ফসলের ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত সাড়ে ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে সাড়ে চারশ মেট্রিক টন। এছাড়াও শিশু খাদ্য, গো খাদ্যসহ অন্যান্য খাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।

Loading