বান্দরবানে কেএনএফ এক সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ , জুন ১২, ২০২৪

বান্দরবান প্রতিনিধি,

বান্দরবানের রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ভান লাল থিয়াং বম (৩০)। সে জুরভারং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে।

আজ বুধবার (১২ জুন) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়ার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়ার একটি জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খরব দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার গায়ে পরিহিত পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বলে নিশ্চিত হওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পালানোর সময় পাহাড় থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading