বেনাপোলে আর্থিক প্রতিষ্টান ও ব্যবসায়ীদের সাথে পুলিশের আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , জুন ১২, ২০২৪

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্যাংক কর্মকর্তা ও বাজার ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার সকাল ১০টায় বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে থানা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বাজার কমিটির সভাপতি- সেক্রেটারি, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়ী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সকল গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও জুয়েলারি প্রতিষ্ঠানে অবশ্যই সিসিটিভি রাখতে হবে। থানা পুলিশ নিয়মিত রাত জেগে টহল দেয়, কোরবানির ঈদ উপলক্ষ্যে এই টহল আরো বৃদ্ধি থাকবে।

Loading