রামগড়ে ড্রামের ভেলায় চড়ে আনন্দ করার সময় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , এপ্রিল ২, ২০২৪

 

খাগড়াছড়ির রামগড়ে ডোবার পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২ এপ্রিল) রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ফরহাদ ঐ গ্রামের আবুল বসরের ছেলে এবং পূর্ব বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরহাদ ও তার ৩-৪ সহপাঠি সহ বাড়ির অদূরে ডোবায় খেলতে যায়। সবাই মিলে ডোবার পানিতে ড্রামের ভেলায় চড়ে আনন্দ করার সময় ফরহাদ সহ দুজন পানিতে পড়ে যায়। এসময় অপর সঙ্গীরা পানিতে থেকে একজনকে তুলতে পারলেও ফরহাদ ডুবে যায়। খবর পেয়ে গ্রামবাসি ও স্বজনরা ডুবন্ত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসিরা জানান, জমি কেটে বালু উত্তোলনের কারণে সৃষ্ট গভীর খাদে পানি জমে ডোবায় পরিণত হয়। আশেপাশের শিশু-কিশোররা প্রতিদিন ওই ডোবার পানিতে ড্রামের ভেলায় চড়ে আনন্দ করে। অন্যান্য দিনের মত মঙ্গলবার সকালে সঙ্গীদের সাথে ভেলায় চড়ে আনন্দ করতে গিয়ে ফরহাদ পানিতে ডুবে মারা যায়।
রামগড় থানার ওসি(তদন্ত) ফকরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ পায়নি। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

Loading