ধামরাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , মার্চ ২৬, ২০২৪

 

ঢাকার ধামরাইয়ে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার প্রথমে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ।
পরে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে সম্মানী প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের উপরে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার আব্দুর রহমান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ (পিপিএম), সহকারি কমিশনার( ভূমি) সুচি রানী সাহা, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, কৃষি অফিসার আরিফুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল মাহমুদ, সমাজসেবা অফিসার এস এম হাসান ও প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম মমিনুর হক প্রমুখ। এদিকে মসজিদ মন্দির গির্জায় অন্যান্য উপসনালায় মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করে।

Loading