রামগড়ে সর্বজনীন পেনশনের অবহিতকরন সভা অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ , মার্চ ২৬, ২০২৪

 

রামগড়ে পেনশন স্কিম বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
“সুখে ভরবে আগামী দিন’পেনশন এখন সর্বজনীন”‘ এ প্রতিপাদ্য’কে সামনে রেখে ২৫ মার্চ (সোমবার) সকালে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ‘অর্থ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত অবহিতকরণ সভায় ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সরকারের প্রদত্ত সুবিধা সম্পর্কে উপস্হাপন করা হয়। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস চৌধুরী প্রমুখ। অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রয়োজনে ‘সুরক্ষিত সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিমে কর্মজীবনের কষ্টার্জিত উপার্জনের টাকার কিছু অংশ সঞ্চয় করে নিশ্চিত জীবন যাপন করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি প্রয়োজনে এ বিষয়ে আর ও বিস্তারিত জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং জেলা প্রশাসক মহোদয়ের ওয়েব সাইটে যোগাযোগ করার আহ্বান জানান। এসময় সভায় রামগড় উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading