ধামরাইয়ে কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , মার্চ ২৫, ২০২৪

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ সহযোগিতায় গত রোববার উপজেলার তালিকাভুক্ত পাট উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামুল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় উপজেলা চত্বরে। পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়,কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:কামরুজ্জামান, দারিদ্র বিমোচন কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী পরিচালক বিএডিসি (বীজ) বাবু দেব প্রসাদ সাহা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জনাব আতিকুর রহমান সহ উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ওকৃষি কর্মকর্তা, উপজেলার ইউনিয়নের ট্যাগ অফিসার ও পাট চাষীগন।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট বীজ ও রাসায়নিক বিতরণ করা হয়।

Loading