খাগড়াছড়ির রামগড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২৪

বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রামগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকি পালিত হয়েছে।

(১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ২০২৪ উপলক্ষে সকাল ১০ টায় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টান পুষ্প স্তবক অর্পন করে।
এছাড়া রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।
এসময় অতিথিবৃন্দ শিল্পকলা একাডেমির ২০২৩ বর্ষের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ, প্রাথমিক পর্যায়ে জাতীয় শিশু সপ্তাহের সনদপত্র বিতরণ, যুব ঋণ প্রদান করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading