প্রাণ গেল আরও এক শিশুর

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ , জুলাই ২৫, ২০২০

জান্নাতেরও মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় দুই পরিবারের দুই শিশুর মৃত্যু হলো।
শুক্রবার (২৪ জুলাই) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু দুটির বাবা-মা হাসপাতালটিতে চিকিৎসাধীন। জান্নাতের বাবা জাবেদ হোসেন ৩৭ শতাংশ ও মা শিউলি আক্তার ১৭ শতাংশ দগ্ধ হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জান্নাতুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, জান্নাতের শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাতে আইসিইউ’তে তার মৃত্যু হয়।
গেল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কসাইটুলি ৪৪/১ নম্বর শিমুলের ২তলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দেয়াল চাপায় ঘটনাস্থলে মারা যায় জান্নাতের ছোট ভাই তিন বছর বয়সের মইনুল। আর মারাত্মকভাবে দগ্ধ হন মা, বাবা ও জান্নাত।

Loading