যদি অনুমতি পাই নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ , মে ২৬, ২০২০ — অনিন্দ্য টিটো যদি অনুমতি পাই চোখ বুজে বিশ্রাম নেব তোমার সতেজ সবুজ আঙিনায়; আড়চোখে দেখে নেব বুক-বন্দি এক জীবনের স্বপ্নগুলো। যদি অনুমতি পাই জলের পিপাসা মেটাব ডাইনিংয়ে রাখা আধাগ্লাস জলে; বুকটাকে বানাব বর্ষা’ আকাশ বৃষ্টি নামিয়ে ধুয়ে দিতে কষ্টগুলো। যদি অনুমতি পাই তোমার খাস-ঘরে যাব তুলে দিতে চুম্বনের রক্তকমল; তোমার সত্তা ছুঁয়ে দেব সরিয়ে কপালের এলো চুলগুলো। যদি অনুমতি পাই আসব বুকের গহীন অরণ্যে ভেঙ্গে দিতে নিশ্চুপ নিরবতা; সেইখানে চুপে চুপে ছড়াব এক অসাধারণ প্রেমের মুগ্ধতা। যদি অনুমতি পাই আসব গভীর আলিঙনে আঙুলে ছোব শিল্পিত দেহ’ভাজ; আকাশের ফেনায়িত মেঘ থেকে দেব এনে কাশফুলের শুভ্রতা। আমি শুধু চাই… সাদামাটা স্বচ্ছ তুমি হও আমার স্বপ্নরক্ষক; তুমুল কাঁপুনিতে ঢেউ হয়ে ছোও প্রেমের সাগরভূমি। • মে ১৯, ২০২০। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: