চট্টগ্রামে আরও ২৬৩ রোগী শনাক্ত

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ , জুলাই ৪, ২০২০

চট্টগ্রামে নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬৮ জনে।
চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১২৩৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীতে ১৯৬ জন এবং উপজেলায় ৬৭ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বলেও জানান তিনি।
এদিকে সবশেষ তথ্য অনুযায়ী দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৯৬৮ জনে। এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে গত শুক্রবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, দেশের ৭১টি ল্যাবের মধ্যে ৬৩টি থেকে তথ্য পাওয়া গেছে। এতে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি।
পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.২৬ শতাংশ। আর মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.১৩ শতাংশ।
নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১০ জন।
করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

Loading