নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২০ জীবনের চাকা নবীন চৌধুরী জীবনের চাকা ঘুরে বেড়াই, কখন কোন সময় ব্রেক হারাই। বলতে পারবো না আমি, বলতে পারবে না তুমি। স্বপ্নের ঘোরে দেখি অনেক কিছু, ভেঙ্গে গেলে সব হয়ে যায় পিছু। মোহের ঘোরে বানায় ধন সম্পদ, জীবনে নেমে আসে অনেক বিপদ। থাকতে কর আল্লাহের ভয়, ভালো থাকবে জগৎময়। নবীন চৌধুরী সাংবাদিক ও লেখক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: