পুলিশ ইন্সপেক্টর সেলিম মিয়ার সমসাময়িক কবিতা ’ঈদের পর ঈদ’

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , আগস্ট ১১, ২০২০

ঈদের পর ঈদ

সেলিম মিয়া

 

সবাই যখন নাড়ির টানে বাড়ি গিয়ে, হাসিখুশি শেষে, কর্মস্থলে ফিরে এসেছে;

আমি তখন, নরম-সুরে দুপুরের-রোদ্দুরে, বুকের-ভিতর,

ভালবাসা নিয়ে ছুটে চলেছি, পৈত্রিক নিবাসে।
 
জানি, এক সপ্তাহ পর, চিরচেনা শহুরে বন্ধুদের সাথে এবার আর সাক্ষাৎ হবেনা,
তবুও, জীবন জানালায় দাঁড়িয়ে,
শৈশব স্নেহে বয়ে যাওয়া, কুমার নদীর বাঁকে, জীবনের ব্যাপ্তি খুঁজে,
প্রিয়জন দের একনজর দেখার তরে,
বালির বাঁধের বেদনা বোধ ভাঙছে, আমার মনোমুগ্ধকর বাতাসে।
 
অনন্ত বাগানে দেবদারুর ছায়ায়, বাদুড়ের মতো ঝুলে থাকে মন, আসে যখন ঈদের ঈদ ক্ষণ।
পাড়া ভরে হৈচৈ, বাড়ি ভরা আনন্দ উল্লাস,গান বাজনা, মেহমান খাওয়া দাওয়া, আরো‌ কত কি।
আমি কর্ম নদীর তীরে, প্রিয়জন হীনমন্যতায়, নীরব সহনে এক বধির।
 
ঈদ পেরিয়ে, ঈদের সুখ ভুলে, নতুন সুখের আবেশে,
আবার বেঁচে থাকার সাধ জাগে,
এ সাধ, ঈদের আনন্দের চেয়ে কম নয়, মনে আমার ঈদ। ঈদের পর ঈদ হয়।

Loading