সুযোগ পেলে পটিয়ার চেহারা পাল্টে দেব : স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ মিয়া

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , জানুয়ারি ২, ২০২৪

চট্টগ্রাম- ১২ (পটিয়া) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা তীর মার্কা মসল্লা কোম্পানির পরিচালক, পটিয়া বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ মিয়া,ট্রাক মার্কায় ভোট চেয়ে পটিয়ার বিভিন্ন এলাকার অলি গলি ও পাড়া মহল্লায় ব্যাপক গন সংযোগ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে তার নির্বাচনী ইশতেহার পাঠ করে বলেন,আমার পিতা আলহাজ্ব মুন্সি মিয়া কোম্পানি সাহেব সকলের সুপরিচিত ব্যাক্তিত্ব ও সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। তার প্রতিষ্ঠিত শিল্প কারখানায় অসংখ্য মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করে ছিলেন তিনি । তাছাড়া ও স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ও তিনি অনুদান দিয়ে শিক্ষাক্ষেত্রে ও অবদান রেখেছিলেন। বাবার দেখানো পথে পটিয়ার মানুষের সেবা করা তথা আধুনিক পটিয়া গড়তে আমি নির্বাচনে অংশ নিচ্ছি তিনি তার ইশতেহারে বলেন, পটিয়া হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক ঐতিহাসিক জনপদ । দেশের ৬৫ মহকুমার মধ্যে ৬৪ মহকুমা জেলা হয়েছে। শুধু বৈষম্যের কারণে পটিয়া জেলা হয়নি। আমি অসংখ্য অলি আল্লাহর স্মৃতিধন্য পটিয়াকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়া তথা টেকসই রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট নির্মাণ সহ ১২ ওয়ার্ডের প্রথম শ্রেণীর পৌরসভা, পটিয়া আদালত ভবন নির্মাণ, পটিয়া সরকারী কলেজকে বিশ্ব বিদ্যালয় কলেজে রুপান্তর এবং পটিয়ায় চিত্ত বিনোদনের জন্য শিশু ও বোটানিক্যাল গার্ডেন স্থাপন, বিসিক শিল্প নগরীকে আরো সম্প্রসারন করে বৃহৎ শিল্প জোন স্থাপনে উদ্যোগ গ্রহন করে পটিয়াকে মডেল জনপদ হিসেবে রুপান্তরের জন্য নির্বাচন করছি। তিনি আরো বলেন সব সময় নির্বাচন আসলে সবাই প্রতিশ্রতি দেন। কিন্তু নির্বাচিত হলে প্রতিশ্রুতির কথা ভূলে যান। আমি ভূলতে নয়, প্রতিশ্রতি বাস্তবায়নের শপথ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাকে একবার সুযোগ দিন। সুযোগ পেলে পটিয়ার চেহারা পাল্টে দেব ইনশাল্লাহ।

তিনি আগামী ৭ জানুয়ারি তার প্রতিক ট্রাক মার্কায় তাকে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নাছির, মোঃ ফরিদ, আবদুল জব্বার, মোঃ সিরাজ,আবুল কাসেম, মোঃ দিদার, বাদশা,সাজ্জাদ, আব্দুল সত্তার, ফোরকান, বাদশা মিয়া, পারভেজ, বেলাল, শাকিব রনি, পাভেল, মানিক, রফিক, আবদুল ছালাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Loading