মােমবাতির বিজয় হলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পটিয়াবাসী মুক্ত থাকবে :এম.এ মতিন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , জানুয়ারি ১, ২০২৪
চট্টগ্রাম-১২ (পটিয়া)আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনােনীত ও দলের চেয়ারম্যান পটিয়ার সুফিবাদী শাস্তিপ্রিয় জনতার সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা এম.এ মতিন এর মোমবাতি প্রতীকের সর্মথনে সোমবার ( ১ জানুয়ারী) পটিয়া ভাটিখাইন ইউনিয়ন এর হযরত মির্জা আলী লেদু শাহ মাদরাসা সংলগ্ন এলাকা করল,কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা ভাটিখাইন বাজার উত্তর ছনহরা, দক্ষিণছনহরা,আলমদার ডেঙ্গা,মঠপাড়া, গুয়াতলী সহ ভাটিখাইন ও ছনহরা ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযােগ ও পথ সভা করেন। পথ সভায় তার বক্তব্যে তিনি বলেন হে আমার পটিয়াবাসী আমি আপনাদেরকে নিশ্চিত করে বলব এই পটিয়া থেকে মোমবাতির বিজয় হলে আমার পটিয়াবাসী রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুক্ত থাকবে, বিগত শাষক গোষ্টির রাজনৈতিক শক্তির অপব্যবহারের কারনে সাধারণ শান্তিপ্রিয় জনতা মিথ্যা মামলা সহ নানা হয়রানির সম্মুখীন হয়েছে অপর দিকে সন্ত্রাস-ইয়াবা মাদকবাসীদের নির্মূল করতে ব্যর্থ হওয়ায় যুব সমাজ দাবিত হচ্ছে দিনের পর দিন অন্ধকারের দিকে অন্যদিকে পটিয়ার শান্তিপ্রিয় জনতা আতংকিত ও হতাশার মধ্যে দিন পার করছে।গ্রামের মানুষ তাদের জান-মাল নিরাপদে রাখার জন্য রাতে না ঘুমিয়ে প্রতি রাতেই পাহারা দিতে হয় যা অত্যন্ত দুর্ভাগ্য ও লজ্জার বিষয়।
তিনি আরো বলেন সন্ত্রাস, মাদক ইয়াবা ব্যবসায়ী তথা অপরাধ দমন করে মানুষের জান-মালের নিরাপত্তা দিতে আমি পটিয়াবাসীর সেবক হতে চাই তাই আপনাদের কাছে আবেদন করব আগামী ৭ জানুয়ারী আপনারা ভােটের মাধ্যমে মোমবাতিকে বিজয় করুন।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দের মধ্যে ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জননেতা এম.সোলায়মান ফরিদ, পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছৈয়্যেদ এয়ার মুহাম্মদ পেয়ারু, যুবসেনার কেন্দ্রীয় নেতা ইব্রাহীম খলীল, আমান উল্লাহ আমান, পটিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী, ছাত্রনেতা মুহাম্মদ নূর রায়হান চৌধুরী,এম নাজমুল হক চৌধুরী , যুবনেতা মুহাম্মদ বােরহান উদ্দীন, যুবনেতা মুহাম্মদ জমির উদ্দিন, ছাত্র্নেতা মুহাম্মদ ইয়াসিন আরাফাত মুহাম্মদ ফরমান, মুহাম্মদ জুনাইদুল ইসলাম, আজাদ হাসেন রানা, মুহাম্মদ আব্দুল খালেক, মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ সাইফুদ্দিন আলমদার, আবু সুফিয়ান আবেদী, মুহাম্মদ জয়নাল প্রমৃখ।

Loading