রামগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , নভেম্বর ১২, ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “সু প্রভাত” নামের একটি আইডি হতে ভুমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর তথ্য দিয়ে অপপ্রচার, সম্মানহানী করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তৈচালা এলাকার মোঃ নাজমুল হোসেন নামের এক ভুক্তভোগী। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সন্ধ্যায় রামগড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি তার সম্মানহানির প্রতিবাদ করেন এবং সু প্রভাত ফেইসবুক আইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে নাজমুল অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর হতে সুপ্রভাত নামে একটি ফেইক ফেইসবুক আইডি আমার বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিষয়ে নানান অপপ্রচার করে আসছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে ভূমি নিয়ে মিথ্যা বানোয়াট মনগড়া অপপ্রচার করছে সেই ভূমিতে ২০০৩ সালে আমার বাবা মৃত্যুর পূর্ব পর্যন্ত বসবাস করে ভোগদখলে ছিলেন। বাবার মৃত্যুর পর আইনানুসারে ওয়ারিশগনের (ভাই বোন)মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেই।ওয়ারিশ সূত্রে পাওয়া জায়গায় ২৬ বছর যাবত বসতি স্থাপন করে পরিবার পরিজন নিয়ে ভোগদখলে আছি।কিছু অংশ বেচা বিক্রি করে রেজিষ্ট্রি দলিল সম্পাদন করে দেই এবং আমি দুবার স্ট্রোক করার কারণে শারিরীক অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পরি।তাই আমার স্ত্রী সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামীয় সম্পত্তি থেকে কিছু অংশ বিধি মোতাবেক স্ত্রী সন্তানদের নামে দানপত্র রেজিস্ট্রি দলিল সম্পাদন করে দিয়েছি।তিনি আরও অভিযোগ করেন, কে বা কাহারা ভুমি অফিস থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ নথি পত্র গোপনে ছবি তুলে নিয়ে গিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও আমাকে জড়িয়ে যে পোস্ট করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই সম্পত্তির কিছু অংশ আমার ক্রয়করা আর কিছু অংশ ওয়ারিশ সূত্রে পাওয়া। যাহার রেজিস্ট্রিশন দলিল আমার নিকট আছে। আমি এই অপপ্রচারকারী সু প্রভাত ফেইসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নিয়েছি।

Loading