নেপালে ভূমিকম্পে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নেপালে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত । এতে নেপালে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।’

প্রধানমন্ত্রী তার নেপালি সমকক্ষ পুষ্প কমল দাহল প্রচন্ডের কাছে পাঠানো শোক পত্রে লিখেছেন, বাংলাদেশের জনগণ তাদের গভীর শোক প্রকাশে তার সাথে যোগ দিয়েছে।

তিনি বলন, ‘ যারা তাদের প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছে আমরা সেসব শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই । ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি।’

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে ভ্রাতৃত্ববোধ নিয়ে নেপালের জনগণের পাশে দাঁড়িয়েছে।

Loading