ভৈরবে যাত্রীবাহী এগারসিন্ধুর ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা ; নিহত ১৭ আহত অর্ধশত

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ , অক্টোবর ২৪, ২০২৩

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহীেএকটি রেলে আরেকটি মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টের জগন্নাথপুর নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বিবিসি বাংলাকে বলেন, “এগারসিন্ধুর গোধূলী নামের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা সোয়া ৩টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর সেখানে ট্রেনটির ইঞ্জিন বদল করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।”

এর কিছুক্ষণ পর ট্রেনটি যখন জগন্নাথপুর রেল ক্রসিং পার হচ্ছিলো, তখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন এগারসিন্ধুর গোধূলীর শেষের তিনটি বগিতে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির বগি তিনটি উল্টে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়।

“স্থানীয়রাই তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন

Loading