সাভারে প্রবীণদের মিলন মেলা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ , অক্টোবর ২৭, ২০২৩ সাভার প্রতিনিধি : “বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হলো প্রবীণদের আপন ঠিকানা ” এই শ্লোগান নিয়ে সাভারে প্রবীণদের মিলন মেলা ও সহভাগিতা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার ২৭ অক্টোবর দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় সাভার ইয়াং মেনস্ ক্রিস্টান এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের ইয়াং মেনস্ ক্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ভিনসেন্ট জর্জ। অনুষ্ঠানে ৭০উর্ধ দুই শতাধিক প্রবীণদের জন্য দিনব্যাপি নানা ধরণের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শেষে প্রবীনদের নিয়ে কেক কাটা এবং সাভার ওয়াইএমসিএ বাস্কেটবল কোর্ট ও মাল্টি-পারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ সহ-সভাপতি মি. শিপু পরিমল কস্তা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট জনি হিউবাট রোজারিও, এপিএওয়াই এর প্রাক্তন সভাপতি মি. বাবু এম গোমস, বাংলাদেশ ওয়াইএমসিএ এনজিএস মি. নিপুন সাংমা, মাদ্রাজ ওয়াইএমসিএ সাধারণ সম্পাদক মি. পি. আসির পান্ডিয়ান, মাদ্রাজ উপ-অঞ্চল ওয়াইএমসিএ’র চেয়ারম্যান গিডিয়ন থাঙ্গারাজসহ সাভার ওয়াইেমসএ’ সদস্য ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক মি. রনেল ফ্রান্সিস কস্তা। শেয়ার অন্যরকমবিষয়: